খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১৮ সেপ্টেম্বর ২০১৮: খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১৮ সেপ্টেম্বর ২০১৮: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরাতন ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করতে না পেরে ফিরে এসেছেন তার আইনজীবীরা। আজ বিকাল সাড়ে তিনটার সময় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারা ফটকে যান।
তবে কারাকর্তৃপক্ষ তাদের জানিয়ে দেন আজ দেখা করা যাবে না। আইনজীবী সানাউল্লাহ মিয়া মানবজমিনকে বলেন, আগামীকাল ম্যাডামের মামলার তারিখ থাকায় আজ বিকাল সাড়ে তিনটায় আমরা দেখা করতে এসেছিলাম। কিন্তু জানিয়ে দেয়া হয় আজ ম্যাডামের সঙ্গে দেখা করা যাবেনা। পরে সাড়ে ৪ টায় আমরা ফিরে আসি।