Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. বুধবার ,১৯ সেপ্টেম্বর ২০১৮:  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর বাজারে ১৬ সেপ্টেম্বর ২০১৮ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৪তম এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন। 

আউটলেটের এজেন্ট মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীনগর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন পাটোয়ারী, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, নবীনগর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল, যমুনা টেলিভিশন এর সিনিয়র সাংবাদিক শরীফুল ইসলাম খান এবং বিশিষ্ট সমাজসেবক কাজী মলাই। 

অনুষ্ঠান পরিচালনা করেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় কৃষ্ণনগর বাজারের স্থানীয় জনগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।