Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪. বুধবার ,১৯ সেপ্টেম্বর ২০১৮: বাংলা চলচ্চিত্রের প্রয়াত নন্দিত নায়ক সালমান শাহর ৪৭তম জন্মবার্ষিকী আজ। এই চিত্রনায়ক স্মরনে নাগরিক টিভি আয়োজন করছে ‘নাগরিক ক্যাফে’ শিরোনামের একটি অনুষ্ঠান। এটিতে আজ সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান করবেন আগুন ও সিঁথি সাহা।

অনুষ্ঠানে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করবেন খলঅভিনেতা মিশা সওদাগর। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টায়। সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর জনপ্রিয় গানগুলোর কণ্ঠশিল্পী ছিলেন আগুন। এ ছাড়া সালমান শাহ অভিনী বেশ কিছু ছবিতে তিনি গান গেয়েছেন। এদিকে সালমান শাহর জন্মদিন উপলক্ষে নাগরিক টিভিতে আজ বেলা তিনটায় থাকছে তার অভিনীত জনপ্রিয় ছবি ‘মায়ের অধিকার’।