Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪. বুধবার ,১৯ সেপ্টেম্বর ২০১৮: র হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছে ভারতের বোলাররা। দলীয় ৩ রানে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে পাকিস্তানের টপঅর্ডার। দুইটি উইকেটই নেন পেসার ভুবনেশ্বর কুমার। ইমাম উল হককে (২) মহেন্দ সিং ধোনির গ্লাভসে আটকানোর পর ফখর জামানকে (০) যুজবেন্দ্র চাহালের ক্যাচবন্দি করেন তিনি। ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪ রান। ক্রিজে আছেন বাবর আজম ও শোয়েব মালিক। গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর দুইদলের প্রথম সাক্ষাত এটি। দুবাইতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

‘এ’ গ্রুপ থেকে হংকংয়ের বিদায়ে ভারত ও পাকিস্তানের ‘সুপার ফোর’ রাউন্ড নিশ্চিত হয়ে গেছে। গতকাল হংকংয়ের বিপক্ষে ২৬ রানের স্বস্তির জয় পায় রোহিত শর্মার ভারত। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারায় পাকিস্তান।