Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪. বুধবার ,১৯ সেপ্টেম্বর ২০১৮:  বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন তার তিন আইনজীবী। বিএনপির আইন সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে বিকাল ৪টা ১০ মিনিটে তারা কারা অভ্যন্তরে প্রবেশ করেন।

কারাগার থেকে বেরিয়ে এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার এখন আদালতে যাওয়ার মতো সুস্থ নন। দুই দিন আগেও তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন। মেডিকেল বোর্ডের রিপোর্টের বিষয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ডের প্রতিবেদনে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার কথা বলা হয়েছে। উল্লেখ্য, খালেদা জিয়ার সঙ্গে তার তিন আইনজীবীকে সাক্ষাতের সুযোগ দিতে ১৭ই সেপ্টেম্বর কারাকর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছিল বিএনপি। পরদিন আইনজীবীরা কারাগারে গেলেও সাক্ষাতের সুযোগ পাননি।