খোলা বাজার ২৪. বৃহস্পতিবার,২০ সেপ্টেম্বর ২০১৮: মো.রাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের যুগ্ম মহাসচিব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী তিতাস গ্যাস কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস্ কেনেডির নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলাখানা মোড়ে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস্ কেনেডি, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়াসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা অবিলম্বে খালেদা জিয়ার সু-চিকিৎসা ও সব রাজবন্দিদের মুক্তির দাবি জানান।