খোলা বাজার ২৪. শুক্রবার,২১ সেপ্টেম্বর ২০১৮: বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে নাম লিখিয়ে ছিলেন সংবাদ পাঠিকা শবনম বুবলী। নির্মাতা শামিম আহম্মেদ রনি পরিচালিত ওই ‘বসগিরি’ সিনেমাটিতে বুবলী জুটি বেঁধেছিলেন ঢালিউড সুপার স্টার শাকিব খানের সাথে।
এরপর বুবলী যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সাথে নায়ক হিসেবে ছিলেন শাকিব খান। তবে এবার বেশকিছু চলচ্চিত্রে বদলাতে শুরু করেছে চিত্র।
সম্প্রতি ছবিটির সিরিজ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন ছবির প্রযোজক টপি খান। যেখানে নায়িকা হিসেবে বুবলীর নাম প্রথমে শোনা গেলেও এখন জানা গেছে ছবিটি থেকে নাকি সরে দাঁড়িয়েছেন শবনম বুবলী।
এ বিষয়ে ‘বসগিরি ২’ ছবির প্রযোজক টপি খান বলেন, ‘বুবলীকে আমরাই ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নিয়ে এসেছিলাম। কিন্তু তিনি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। আমি তার সাথে একাধিকবার কথা বলেছি। আমাদের কাছে মনে হয়েছে, বুবলীকে এখন নেওয়া ঠিক হবে না। কারণ সবার আগে পড়াশোনা। তাই এই ছবিতে বুবলী কাজ করছেন না।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই ছবির গল্পে দুজন নায়িকা রয়েছে। এর মধ্যে একজন থাকবেন কলকাতার নায়িকা। কিন্তু কলকাতার কোন অভিনেত্রী অভিনয় করবেন সেটা এখনই বলতে পারছি না। এছাড়া বাংলাদেশের এক নায়িকারও অভিনয় করার কথা রয়েছে। সেটাও এখনো চূড়ান্ত হয়নি।’
সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে ছবিটির।