Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. শুক্রবার,২১ সেপ্টেম্বর ২০১৮:  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মাধ্যমে যারা জুডিশিয়াল ক্যু-করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। এখন পরাজিত সেই শক্তি মাথা চারা দিতে চাচ্ছে। আর এস কে সিনহার বই হচ্ছে একজন পরাজিত ব্যক্তির হা-হুতাশ।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে নির্বাচনী পথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন উন্নয়ন চায়। তাই উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট চাই।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভুইয়া বকুল, অ্যাড. রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।