খোলা বাজার ২৪. শুক্রবার,২১ সেপ্টেম্বর ২০১৮: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার স্বজনরা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় তারা কারাগারে প্রবেশ করেন।
স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার, অনিক ইসকান্দার, বোন সেলিমা ইসলাম, ভাগ্নে ডাক্তার মামুন।
এর আগে গত বুধবার (১৯ সেপ্টেম্বর) খালেদা জিয়ার দুই আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন।