Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪. শুক্রবার,২১ সেপ্টেম্বর ২০১৮:  পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য পাকিস্তানের অনুরোধ রেখেছে ভারত। নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি ভারতকে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর আহ্বান জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রীকে। এরৃপর গতকাল বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্কে বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

তবে রবিশ কুমার বলেছেন, বৈঠকের বিষয়টি কেবল নিশ্চিত করা হয়েছে। অলোচ্যসূচি ও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া এটি কেবলমাত্র একটি বৈঠকই। দ্বিপক্ষীয় সংলাপ শুরু করা নয় এবং এ বৈঠক পাকিস্তানের প্রতি ভারতের নীতি বদলেরও ইঙ্গিত নয়।