খোলা বাজার ২৪.শনিবার,২২ সেপ্টেম্বর ২০১৮: ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি সামরিক কুচকাওয়াজে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়েছিল।
পার্সটুডে জানিয়েছে, হামলায় শিশু ও নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সন্ত্রাসীরা প্যারেড প্রাঙ্গনে ঢুকতে না পেরে দূর থেকে গুলি চালায়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে। হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খবরে বলা হয়েছে, কুচকাওয়াজের সময় পেছনে থাকা স্ট্যান্ড থেকে কয়েকজন বন্দুকধারী গুলি ছোড়ে।
১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ উদযাপনে ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছিল।