খোলা বাজার ২৪.রবিবার,২৩ সেপ্টেম্বর ২০১৮: পলাশ প্রতিনিধি : সাবেক পৌর কাউন্সিলর মোঃশরীফ আহমেদ কে সভাপতি ও এ.কে.আজাদ কে সাধারন সম্পাদক করে পলাশ উপজেলা তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
গত কাল নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটির সহ সভাপতি-মনিরুল ইসলাম মনির।সাংগঠনিক সম্পাদক-ফজলে এলাহী কাউসার।দপ্তর সম্পাদক-রুপঁচাদ মিয়া।প্রচার সম্পাদক-মোঃখোকন কে নির্বাচিত করা হয়।