Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪.সোমবার,২৪ সেপ্টেম্বর ২০১৮: (মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধি: )নরসিংদীর অন্য সংসদীয় এলাকাগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিবপুর। নরসিংদীর -৩ শিবপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহনের পক্ষে দিন দিন জনসমর্থন বাড়ছে বলে জানিয়েছেন আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীরা । অপর দিকে স্থানীয় সাংসদ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এর স্বজনপ্রীতি, অনিয়ম, টি.আর, কাবিখা নিজের পছন্দের লোকদেরকে বরাদ্দ দেওয়ার কারণে জনপ্রিয়তা ব্যাপক হারে হ্রস পাচ্ছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে নরসিংদী -৩,শিবপুর আসনের রাজনীতির মাঠ। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পথে ঘাটে চায়ের দোকানে চলে নির্বাচনের আলোচনা।শিবপুরে বর্তমান এমপি নৌকার তলি ফুটা করে এবার সেই নৌকার মাঝি হতে চায়। অপর দিকে সাবেক এমপির গণসংযোগে সাধারণ মানুষের ঢল।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে শিবপুরে প্রার্থী বাঁছায়ে ব্যস্ত সময় পার করছে স্থানীয় সাধারণ জনগণসহ তৃণমূলের  নেতাকর্মীরা।  

নরসিংদী -৩,শিবপুর উপজেলার, পৌরসভাসহ ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে শক্ত অবস্থানে আছেন শিবপুর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ,সমাজ সেবক জননেতা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
সম্প্রতি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,স্থানীয় সাপ্তাহিক, জাতীয় দৈনিকসহ অনলাইন জনমত জড়িপে শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সাধারন মানুষ জননেতা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন কে এমপি হিসেবে দেখতে চায়।
তিনি উপজেলায় বিভিন্ন স্থানে জনসভা,কর্মীসভা, পথসভা, ওঠান বৈঠক এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মোহন। যে খানেই ওঠান বৈঠক এবং গণসংযোগ করছেন সাধারণ মানুষের উপচেপড়া ঢল নামছে।
স্থানীয় সাংসদের স্বজনপ্রীতি, অনিয়ম, টি.আর, কাবিখা, কাবিটা নিজের পছন্দের লোকদেরকে বরাদ্দ দেওয়ার কারণে এমপির জনপ্রিয়তা ব্যাপক হারে হ্রস পাচ্ছে। উন্নয়ন মূলক কাজে ইউপি চেয়ারম্যানেদের সাথে সমন্বয় না করায় শিবপুরের সকল ইউপি চেয়ারম্যানগণ বর্তমান সাংসদ স্বতন্ত্র থেকে জামাত বিএনপির ভোটে নির্বাচিত আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে লাল কার্ড দেখিয়েছে শিরনামে জাতীয় দৈনিক, স্থানীয় সাপ্তাহিক ও অনলাইনে সংবাদ প্রচার হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খাঁন বলেন, তিনি স্বতন্ত্র ভাবে জামাত বিএনপির ভোটে এমপি নির্বাচিত হয়ে গত সাড়ে চার বছরেও আওয়ামীলীগের সাথে কোন প্রকার সম্পর্ক রাখেনি, আওয়ামীলীগের কোন সভায় উপস্থিত হননি, কোন উন্নয়ন কর্মকান্ডে আওয়ামীলীগের সাথে সমন্বয় ও করেনি। তিনি বিএনপির লোকদিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন করেন। 
একাধিক নেতাকর্মী জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান ও মোহনের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। এই আসন থেকে নৌকা প্রতিক কে জয়লাভ করতে হলে দলের দুসময়ে কান্ডারী হয়ে কাজ করেছেন যিনি তাকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ আসন থেকে মোহন কে নমিনেশন দিলে তিনি জয়ী হতে পারবেন। এ আসনে তার বিকল্প নাই, জন সমর্থনের দিক দিয়ে তিনি অনেক তুঙ্গে। মোহন কে ছাড়া এখানে অন্য কাউকে নৌকার প্রার্থী করা হলে নৌকার ভরাডুবি হবে এবং স্বাধীনতা বিরোধী শক্তি জয়ী হবে।
এ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক যাকে দিবেন, আমি তার পক্ষে কাজ করবো। আমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ সু-সংগঠিত আছি। অনেক ঝড় বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে দিন রাত্রী পরিশ্রম করছি আমরা তৃণমূলের নেতাকর্মীদের মতামতে নেত্রী মনোনয়ন দিবেন। 
আর অন্য দিকে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারনার সময় নৌকার তলি ফুটা করার জন্য বক্তব্য রাখতেন সেই ব্যক্তি এখন উড়ে এসে জুড়ে বসে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাবেন বলে আশাবাদী হয়ে প্রচার প্রচারণা চালিয়ে উপজেলা সু-সংগঠিত আওয়ামীলীগ ক্ষতি সাধন করছেন। স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিস্বার্থে যারা নৌকার বিরোধিতা করেছেন, তারা এমপি পদে দলীয় মনোনয়ন পাবেন না।