খোলা বাজার ২৪.মঙ্গলবার,২৫ সেপ্টেম্বর ২০১৮: চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত দুটি অটোরিকশাকে একটি বেপরোয়া একটি ট্রাকের ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। আর আহত হন তিনজন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ সাহা আলম (৪০) , দিদারুল আলম (৬০), মোহাম্মদ মহিউদ্দিন (৩৫), মোহাম্মদ কামরুল (২৪) ও মোশারফ ( ২৬) নিহতের সবার বাড়ী মিরসরাই উপজেলার ঠাকুর দিঘী এলাকায় বলে জানা যায়।
মীরসরাইয়ের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হোসেন বিডি২৪লাইভকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বেপরোয়া ট্রাকটি স্ট্যানে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।’
‘এসময় ঘটনাস্থলেই চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে মিরসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বলে জানান তিনি।
রবিউল হোসেন আরও বলেন, ‘নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।’