খোলা বাজার ২৪.মঙ্গলবার,২৫ সেপ্টেম্বর ২০১৮: মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর চরাঞ্চলের কয়েক লক্ষ মানুষের স্বপ্নের শেখ হাসিনা সেতু শিগগিরই চালু হচ্ছে। এই সেতু মেঘনার চরের নজরপুর ও করিমপুর দুটি ইউপিকে যুক্ত করবে সদরের সঙ্গে। এর ফলে চরবাসীর যাতায়াতের দুর্ভোগই কেবল কমবে না, যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী এলাকাবাসী।
মেঘনা নদীর কোল ঘেঁষে নরসিংদীর সদর উপেজলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল করিমপুর ও নজরপুর ইউপি। এ দুটি ইউপিতে লক্ষাধিক মানুষের বাস। তাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌযান। প্রাকৃতিক দুর্যোগে তাও ব্যহত হয়। চরবাসীর এই দু:খের দিন শেষ হতে চলেছে। প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার সেতু নির্মাণ করেছে সরকার। যা জেলা সদরের সঙ্গে যুক্ত করবে চরবাসীকে। এ সেতু নির্মানের ফলে পাল্টে গেছে নদী পাড়ের কয়েক লাখ মানুষের ভাগ্য।
এরইমধ্যে চরাঞ্চলের গড়ে উঠছে শিল্পকারখানা,সৃষ্টি হচ্ছে পর্যটন এলাকাসহ কর্মসংস্থান। এ সেতুর মাধ্যমে নদী পাড়ের মানুষের ভাগ্যর চাকা ঘুরতে শুরু করেছে ইত্যে মধ্যে।
২০০৮ সালের সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থী লেঃ কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু চরাঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেতু নির্মাণের। তখন এমপি থাকার সময় চেষ্টা চালিয়ে যান সেতু নির্মাণের জন্য। ২০১৪ সালের তিনি যখন আবারও নির্বাচিত হয় তখন দায়িত্ব পান পানি সম্পদ প্রতিমন্ত্রীর। তার ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।
নজরপুর এলাকার যুবলীগ নেতা জহিরুল ইসলাম জানায়, মেঘনা নদীতে এমন সেতু হবে আমারা কখনও স্বপ্নের ভাবিনি। আমরা গাড়ি দিয়ে বাড়ি ফিরতে পারছি। আমরা চরাঞ্চলবাসী যে কত খুশি তা ভাষায় প্রকাশ করা মত না।
রিকশা চালক আশরাফুল ইসলাম বলেন, আমাদের ছেলে মেয়ে গাড়ি দিয়ে নরসিংদী শহরের স্কুল কলেজে যেতে পারবে এর থেকে আর কি আনন্দ হতে পারে। প্রধানমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঋন আমরা চরের মানুষ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শোধ করবো।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ লে:কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বলেন,এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দান।তিনি চরাঞ্চলের মানুষকে ভালোবেসে উপহার দিয়েছেন। সারা দেশেই উন্নয়নের ছোয়া লেগেছে। তারই অংশ হিসেবে নরসিংদীর মেঘনা নদীর উপর শেখ হাসিনা সেতু নির্মাণ করেছে সরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে চরকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। স্বপ্নের এ সেতু আগামী মাসের যে কোন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করবেন।