Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪.বুধবার,২৬ সেপ্টেম্বর ২০১৮: যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার আগমনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি সমর্থক শত শত নেতাকর্মী। গত রবিবার শেখ হাসিনার নিউজার্সি বিমানবন্দরে অবতরনের দিন এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় ‘গো ব্যাক হাসিনা, নো মোর হাসিনা, স্টেপ ডাউন হাসিনা’ ইত্যাদি শ্লোগানে প্রকম্পিত করে তোলে গোটা বিমানবন্দর এলাকা। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার দিনও ব্যাপক বিক্ষোভ কর্মসূচীর অায়োজন করেছে যুক্তরাষ্ট্র ও এর অঙ্গরাজ্য সমূহের বিএনপি নেতাকর্মিরা।

ফুলেল শুভেচ্ছা পেলেন না শেখ হাসিনা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় তাকে কোনো ফুলেল শুভেচ্ছা জানানো হয়নি দল কিংবা প্রবাসীদের পক্ষ থেকে। যদিও সভাপতি সিদ্দিকুর রহমান প্রথমেই মাইকে ঘোষণা করেছিলেন কয়েকটি সংগঠনের ৫ জন করে সদস্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। কিন্ত পরে প্রধানমন্ত্রীর সামনেই ‘নো মোর সিদ্দিক, নো মোর সিদ্দিক’ শ্লোগান শোনার পর ফুলেল শুভেচ্ছা জানাতে কাউকেই মঞ্চে ডাকা হয়নি।

অশুদ্ধ বাংলায় দুর্বল উপস্থাপনা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ অশুদ্ধ বাংলায় দুর্বল উপস্থাপনা করে সকলের হাসির খোরাক হয়েছেন। তিনি উপস্থাপনার এক পর্যায়ে বলেন, এবারে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে ‘এক মিনিট নীরবতা করি’।

মঞ্চে বসেছিল রাজাকারের ভাই:
বিভিন্ন অঙ্গরাজের আওয়ামী লীগের নেতাকর্মিদের প্রতিবাদে অন্যান্য বছরের তুলনায় এবারে প্রধানমন্ত্রীর মঞ্চে নেতাকর্মিদের আসন সীমিত করা হয়। বেশ কয়েক বছর ধরেই নেতাকর্মিরা অভিযোগ করে আসছেন যে প্রতি বছর প্রধানমন্ত্রীর মঞ্চে বসার জন্য চেয়ারপ্রতি মোটা অংকের অর্থ আদায় করে থাকেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ কতিপয় নেতা। এবারো একজন রাজাকারের ভাইকে মঞ্চে বসে থাকতে দেখা গেছে। রাজাকারের ভাই হলেও তিনি প্রায় প্রতিবছরেই মঞ্চে বসার সুযোগ পেয়ে থাকেন।