Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪.বুধবার,২৬ সেপ্টেম্বর ২০১৮: (মোঃরাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ) নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ের জামালকান্দি গ্রামের আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন কবির মিয়ার ছেলে মো.অলিউল্লা(৩২) ও মো. খলিউল্লা(২৭)। আজ সন্ধ্যায় জামালকান্দি গ্রামের ধৈইঞ্চা ক্ষেতে তাদের ক্ষতবিক্ষত মৃত দেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের চাচা মো. ফারুক মিয়া জানান, নজরপুর ইউনিয়নের জামালিয়া কান্দি গ্রামে নিহতেদের চাচাতো মামা রাশেদের সাথে তাদের দীর্ঘদিনের দন্ড ছিল। এরই মধ্যে একটি মামলায় জেলে চলে যায় নিহত খলিল। গত রোববার জামিনে বের হয়ে আসে খলিল। দন্ডের জের ধরে গত বুধবার দুপুরে খলিল ও তার ভাই অলিউল্লাহ তার চাচাতো মামা রাশেদের বাড়িতে গিয়ে মারপিট করেন। এতে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকান্ড সংঘঠিত হতে পারে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সন্ধায় পুলিশ ঘটনাস্থলের উদ্যেশে রওনা দেয়।