খোলা বাজার ২৪.শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮: (বিভাগীয় ব্যুরোচীফ লাতিফিল সাফি ডায়মন্ড) কুড়িগ্রামের সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গ শ্রদ্ধা ও গাম্ভির্য্যপূর্ণ পরিবেশে দেশবরেণ্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ২য় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেন। কবি সৈয়দ শামসুল হক কুড়িগ্রামের গর্বিত সন্তান।বরেণ্য এই লেখকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারিকলেজ মাঠে কবির সমাধীতে জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী শ্রেণির মানুষ জন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কবির সমাধী স্থান থেকে একটি শোক র্যালি বের হলে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি মিলনায়তনে কবির আত্মজীবনী নিয়ে আলোচনা সভা ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস.এম আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এমআব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু সহ আরও অনেকে।
এ সময় বক্তারা সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু করা সহ তার নামে কুড়িগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান।