Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় ভারত

খোলা বাজার ২৪.শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮: প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। ভারতের শিল্প, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সুরেশ প্রভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সেতুমন্ত্রী এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, সুরেশ প্রভু আশা প্রকাশ করেছেন বাংলাদেশে যেন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে। ভারতে যেমন নির্বাচন হয় বাংলাদেশও তেমন নির্বাচন হবে বলে তারা আশা করছেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কেমন হবে, পরিবেশ কেমন হবে সুরেশ প্রভু তা জানতে চেয়েছেন। আমি বলেছি, আমি বিশ্বাস করি আমাদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হবে।