Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪.শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির চেষ্টার অভিযোগে পাঁচ পরীক্ষার্থী এবং এক অভিভাবকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে পুরো 'জালিয়াত চক্রকে’ ধরার জন্য আটকদের কারও নাম ও পরিচয় এখনো প্রকাশ করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়। দেড় ঘণ্টার এই পরীক্ষায় ১২০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের।

বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ১৭৫০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়তে হয়েছে ৪৬ জন প্রার্থীকে।

মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছিলবরাবরের মতই নিষিদ্ধ।

প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে মেটাল ডিটেক্টরে তল্লাশি করে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেওয়া হয়েছে। 

পরীক্ষা শেষে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, “দুইজনকে আমরা আটক করেছি। তাদের দুজনের কাছে ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে। এর মধ্যে একজন তার অভিভাবকের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। আমরা সেই অভিভাবকেও আটক করেছি।”

এছাড়া তিনটি কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে একই কারণে আটক করা হয়েছে বলে জানান প্রক্টর।

তিনি বলেন, “সামনে ব্যানার ব্যবহার করে নাম সর্বস্ব একাধিক কোচিং সেন্টার এতে জড়িত আছে। আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আমরা তদন্ত করে সবকিছু প্রকাশ করব।”

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সকালে পরীক্ষা শুরুর পর কার্জন হলে কয়েকটি পরীক্ষার হল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, বিজ্ঞান অনুষদের ডিন ও ক ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক মো. আব্দুল আজিজ, বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এ সময় তার সঙ্গে ছিলেন।

সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে এবার মোট ২ লাখ ৭২ হাজার ৫১২ জন আবেদন করেছেন। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী থাকছেন ৩৮ জন।

১২ অক্টোবর ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শেষ হবে।

আনুষ্ঠানিক ঘোষণার পর ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।