Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪.রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮: (তোফাজ্জল হোসেনঃ)-জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুলে সততা সংঘ ও সততা ষ্টোর গঠন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক রোটারিয়ান বশিরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান এর সহধর্মীনি ও মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক, নরসিংদীর কৃতি সন্তান সুলতানা রাজিয়া বেবী’র এর উপস্থাপনায়ও উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মোঃ মাসুদুর রহমান ও সহকারী পরিচালক রেজাউল করিম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটিরপাড়া কে,কে এমইন্সষ্টিটিউট ও কলেজ এর অধ্যক্ষ মোঃ নূর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক ও বিশিষ্ঠ শিক্ষাবিধ অধ্যাপিকা সেতারা বেগম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী,মোস্তাক আহমেদ,হলধর দাস, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,মাসুদ মাহমুদ প্রমুখ।  সভায় প্রধান অতিথি বলেন আজকের শিশুরা নৈতিকতা চর্চার মাধ্যমে নতুন সুন্দর ও সৎপ্রজন্ম গড়ে তুলবে। সততা সংঘ ও সততা ষ্টোরের মাধ্যমে ছেলেমেয়েদেরকে লেখাপড়া অবস্থায় চরিত্র ও নৈতিকতা গঠনে বলিষ্ঠ ভুমিকা পালন করছে। আমাদের এই বিষয়টি বিদেশীদের নিকট ও প্রশংশিত হয়েছে। তারাতাদের দেশে এই ধরনের প্রক্রিয়া চালু করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন সৎজাতি গঠনে সততাসংঘ ও সততা ষ্টোর স্থাপনে কোন বিকল্প নেই। কারন আজকের ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষৎ। তাদেরকে সঠিক পথ দেখানো দায়িত্ব আমাদের, তানাহলে আমাদেরকে বিবেকের কাছে অপরাধী হয়ে থাকতে হবে। তিনি বিদ্যালয়টিতে সততাসংঘ ও সততা ষ্টোর স্থাপনে আগ্রহ প্রকাশকরায় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।