Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪, মঙ্গলবার , ০২ অক্টোবর ২০১৮: আউয়াল বানারীপাড়া প্রতিনিধি॥  বানারীপাড়ার চাখারে নিজ সম্পত্তি দখলে প্রতিপক্ষদের বাধায় পন্ড হয়েছে দখল প্রক্রিয়া। দখল প্রক্রিয়া বন্ধ করতে প্রতিপক্ষরা তাদের নিজ বাড়ির মালামাল ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। উপজেলার  চাখার ইউনিয়নের মাদারকাঠি গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত মতিউর রহমান'র স্ত্রী মোসা.আলেয়া বেগমের ক্রয়কৃত ৫১ শতাংশ জমি গতকাল সোমবার সকালে  দখল নিতে গেলে স্থানীয় সৈয়দ সেলিম গংরা ক্রয়কৃত সম্পত্তি দখলে বাধা প্রদান করে তারা নিজেরাই নিজেদের  (সৈযদ সেলিম গংরা) বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে এবং বাহিরে শুকাতে দেওয়া কাপড় একত্র করে আগুন ধরিয়ে আতংক সৃষ্টি করে বলে জানান জমির মালিক আলেয়া বেগমের মেয়ে আঙ্গুরী বেগম। প্রায় একঘন্টা এ তান্ডব চালানোর পর এলাকাবাসী চাখার পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এসময় আগুন জ্বলতে দেখে এলাকাবাসী বানারীপাড়া ফায়ারসার্ভিসে ফোন দেয়। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এসময় উপস্থিত পুলিশ অফিসাররা জানান পুলিশ উপস্থিত হলে সব লোকজন চলে যায়।

এ বিষয়ে আঙ্গুরী বেগম জানান, তার মা মোসা.আলেয়া বেগমের ক্রয়কৃত ৫১ শতাংশ জমি নিয়ে  দীর্ঘদিন ধরে স্থানীয় সৈয়দ সেলিমদের সাথে বিরোধ চলে আসছে। আলেয়া বেগম স্থানীয়  সৈয়দ অলিউল ও তার ওয়ারিশগনদের কাছ থেকে বিভিন্ন সময়ে ৬৬/৬৭/৬৮ নং  দাগে  ঐ ৫১ শতাংশ জমি ক্রয় করেন যার মধ্যে ৩৬.৫ শতাংশ চৌহদ্দি দেয়া বাকি ১৫ শতাংশ অন্য জায়গা থেকে ভোগ দখল করবে বলে উল্লেখ থাকে। ঐ চোহদ্দি দেয়া জমি থেকে ৯ শতাংশ বুঝে পেলে ও বাকী জমির উপর লোলুপ দৃষ্টি পরে সৈয়দ হালিম,সৈয়দ সেলিম ও তার কতিপয় ওয়ারিশদের। এ বিষয়ে সৈয়দ সেলিম জানান,আলেয়া বেগম তার লোকজনের সহায়তায় ওই সম্পত্তিতে দখল প্রতিষ্ঠার জন্য সোমবার সকালে হামলা চালায়।  এ বিষয়ে ওসি মো. খলিলুর রহমান বলেন বিরোধের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা হবে।এ বিষয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার গাজি তৌহিদুল ইসলাম জানান,উদ্দেশ্য প্রনোদিত ভাবে দুই পক্ষের যেকোন একটি পক্ষ আগুন লাগিয়েছে বলে তাদের ধারনা।