খোলা বাজার ২৪, মঙ্গলবার , ০২ অক্টোবর ২০১৮: মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো-শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের লোকমান হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার ছেলে ইফাত (৭)।
গৃহবধু নাসিমা বেগম তার ৭ বছরের ছেলে ইফাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু ইফাতের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান গৃহবধু নাসিমা বেগম।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।