Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪, মঙ্গলবার , ০২ অক্টোবর ২০১৮: আইকনের রোষানলে নিজ বিভাগের হয়ে আগামী আসরের বিপিএলে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। গতবছর রাজশাহী কিংসের দলে যারা ছিল সেই দল থেকে এবার চারজন খেলোয়াড়কে রেখে দিতে পারবে দলগুলো।

তবে বেঁধে দেয়া নিয়মে এক দলে দুই আইকন খেলোয়াড় রাখা যাবে না। কিন্তু ষষ্ঠ আসরে নতুন আইকন খেলোয়াড়দের তালিকায় এসেছে কিংসদের আরেক খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের নাম।

যার কারণে নিয়ম অনুযায়ী একজন আইকন খেলোয়াড়কে বাদ দিতে গিয়েই কাটা পড়লেন মুশফিক। যে চারজনকে রেখে দেয়া হয়েছে তারা হলেন মুস্তাফিজ সহ মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান ও মুমিনুল হক।

আজ মঙ্গলবার রাজশাহী কিংসের প্রধান নির্বাহী আজিজুল হক গণমাধ্যমকে জানান মুশফিকের বাদ পড়ার বিষয়টি।

আজিজুল হক বলেন, আমাদের দলে দুইজন আইকন খেলোয়াড় হয়ে যাওয়ায় একজনকে ছাড়তেই হয়েছে। এছাড়াও দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে মুশফিককে ছেড়ে দিতে হয়েছে। তাছাড়া মুস্তাফিজ এই সময়ের সেরা বোলার। এই বিবেচনা করেই তাকে রেখে দেয়া হয়েছে।

চলতি মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ষষ্ট বিপিএলের আসর মাঠে গড়াবে আগামী বছরের ৫ জানুয়ারি থেকে।