খোলা বাজার ২৪, বুধবার, ০৩ অক্টোবর ২০১৮:মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধীঃ নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচরগ্রামে বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী। এক সন্তান আগের সংসারের অারেকটি নিষিদ্ধ ভালবাসার ফসল, তবে বাড়িতে প্রেমিকা সন্তান নিয়ে আসার পর থেকেই পালিয়ে গেছে প্রেমিক শিমুল (১৮)।
গৃহবধূ সনিয়ার দাবি, পাশের বাড়ীর ইব্রাহিমের ছেলে শিমুলের সঙ্গে গত দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। আমাকে সে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও গড়ে তুলেছে। বিভিন্ন সময় শারীরিক সম্পর্কের ফলে আমি অন্তঃসত্ত্বা হলে শিমুলকে বিষয়টি জানালে সে আমাকে স্ত্রীরর মর্যাদা দিয়ে তার বাড়ীতে নিয়ে যাবে বলে। কিন্তু তার সন্তান জন্মগ্রহন করার পরও একি কথা বলতে থাকে সে । তাই নিরুপায় হয়ে গত ২৯ সেপ্টেম্বর শনিবার তার বাড়িতে এসে সন্তানের পিতার পরিচয়ের জন্য শিমুলের মা-বাবা কে জানাই। কিন্তু তারা আমাকে মানতে নারাজ।
আমি আমার আগের ঘরের স্বামী ও এক কন্যা রেখে প্রেমিক শিমুল কে বিয়ে করার জন্য ঘর ছেড়েছি তার সন্তান নিয়ে । এখন সে আমাকে বিয়ে না করলে তার এই সন্তান নিয়ে কোথায় যাব কার কাছে যাব। আমার যাওয়ার রাস্তাও নাই। আমার ভালবাসার মানুষ শিমুলকে চাই। আমি ওকে ছাড়া বাঁচব না। আমার সুখের সংসার ও স্বামী, সন্তান, মা-বাবা সব হারিয়েছি। এখন শিমুল তার পিতা মাতার ভয়ে আমাকে গ্রহণ করছে না। । আমি এর বিচার চাই। আমাদের ভালবাসার ফসল আমাদের সন্তানের পিতার অধিকার চাই।
এ বিষয়ে জানতে শিমুলের তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
পরে শিমুলের মা বলেন, আমার ছেলে শিমুল এমন কাজ করতে পারে না আমার মনে হয় সব ষড়যন্ত্র।
এলাকাবাসী জানান শিমুল আর সনিয়ার সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছে পলাশ থাকা অবস্থা সেখান থেকে ধরে নিয়ে এসেছে।
উপজেলার দুলালপুর ইউপি চেয়ারম্যান মিরাজুল হক মেরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শিমুলের বাবার কাছ থেকে শুনেছি মেয়ের পক্ষ থেকে কউ আসেনি।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।