খোলা বাজার ২৪, বুধবার, ০৩ অক্টোবর ২০১৮: বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করে মিথ্যা মামলার প্রত্যাহার ও মুক্তি সহ ৭দফার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ সকাল ১১ টায় পিরোজপুর জেলা বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে পিরোজপুর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পিরোজপুর জেলা বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বানোয়াট সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেশে কঠিন রাজনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে । দেশে যে গণতন্ত্রের সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণে তাকে মুক্তি দেয়া ছাড়া সরকারের সামনে আর কোন পথ খোলা নেই।
তিনি আরো বলেন, বিএনপিকে শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত কর্মসূচি পালন করতে দেখে যদি আওয়ামী লীগ মনে করে আমাদেরকে বাইরে রেখে আর একটি এক তরফা নির্বাচন করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। একদলীয় বাকশালী নির্বাচন আয়োজনের পায়তারা করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে যা সামাল দেয়া এই অবৈধ সরকার কিংবা তার পেটোয়া পুলিশ বাহিনীর নেই।
পিরোজপুর জেলা বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদাণ কর্মসূচির পরে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন। স্মারকলিপি প্রদাণ ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সেখ সহিদুল্লাহ সহি, আল্লামা সাহানশাহ, সরোয়ার হোসেন হাওলাদার, এমদাদুল হক সানু, সাকাওয়াত হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
শান্তিপূর্ণ পরিবেশ থাকার পরেও আজকের এই কর্মসূচিকে ঘিরে পুলিশ ছিল মারমুখি অবস্থানে।তাই পুলিশি বাধার মুখে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।