খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮: শিক্ষামন্ত্রীবলেছেন, বিশ্বমানের শিক্ষা বাস্তবায়ন ও গুণগত মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। বিগত ১০ বছরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। আইসিটি শিক্ষার কার্যক্রম সহজতর করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ৭৭১টি ভবন নির্মান করা হয়েছে। এর মধ্যে কিছু ভবনের কাজ চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারে এমন বিশ্বমানের নাগরিক আমাদের তৈরি করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন প্রয়োজন। নতুন প্রজন্মকে উন্নত বাংলাদেশের নির্মাতা দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষায় বেকারত্ব বাড়বে। দক্ষতা না থাকলে বড় সার্টিফিকেট অর্থহীন। এজন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহনে উৎসাহিত করছে। সমৃদ্ধ ্ও উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম এমন মূল্যবোধ ও গুনগত মানের মানুষ তৈরি করতে পারেন শিক্ষকগণ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব এবং সকলের সহযোগিতায় সীমিত সময়ে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আজ একটি অনুকরণীয় দেশ। যেসব উন্নয়নশীল দেশ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে, তারা আজ বাংলাদেশ থেকে জানতে চায়। জনাব নাহিদ বলেন, এসময়ে প্রত্যেকটি শিক্ষার্থীকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক দেয়া হয়েছে। ফলে এনরোলমেন্ট বেড়েছে। এমডিজি অর্জন হয়েছে নির্ধারিত সময়ের তিন বছর আগে। মাধ্যমিক স্তর পর্যন্ত ছেলেমেয়েদের সমতা অর্জিত হয়েছে। নারীর ক্ষমতায়ন দৃশ্যমান হয়েছে।
সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আসলামুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসমৎ আরা আল-জলিলা।
শিক্ষামন্ত্রী সরকারি বাঙলা কলেজের নির্মিতব্য ১০-তলা ভিত বিশিষ্ট একাডেমিক কাম-এক্সামিনেশন হল ভবন, ১০-তলা ভিত বিশিষ্ট মাল্টিপারপাস ভবন ও নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোাচন করেন এবং নব-নির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উন্নয়ন মেলায় শিক্ষামন্ত্রী
পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর আগারগাঁওয়ে বানিজ্য মেলা প্রাঙ্গনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দু’টি বিভাগ এবং এর অধীন অধিদপ্তর/দপ্তর/ সংস্থার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের বিগত ১০ বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী ও প্রকাশনা সামগ্রীও প্রত্যক্ষ করেন। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক ও মাহমুদুল ইসলাম, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা এবং বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।