খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮: বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া ডিগ্রি কলেজে বিভিন্ন অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
কলেজের অধ্যক্ষ মোসাম্মাৎ আফরোজা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক মাওলাদ হোসেন সানা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন, ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, ওসি মো. খলিলুর রহমান কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. আব্দুস সালাম প্রমুখ।