Tue. Aug 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮: নিজের দলকে জিতিয়ে বীরের বেশে ফিরতে চেয়েছিলেন শামীম হোসেন। কিন্তু এলোমেলো এক শটে তার স্বপ্ন ভাঙল। একই সঙ্গে ভাঙল বাংলাদেশের স্বপ্নও। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১৭৩। জয়ের থেকে ১২ রান দূরে ছিল বাংলাদেশ। হাতে ৩ উইকেট। হঠাৎ পথ হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৯ রান করা শামীম আউট হন নিজের ভুলে। গঙ্গাপুরামের শট মিড উইকেটের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন। তার বিদায়ের পর বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে ৯ রান। শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপে ফাইনালে উঠা হয়নি বাংলাদেশের। নাটকীয় জয়ে ভারত চলে যায় ফাইনালে।

হারের যন্ত্রণার ভয়াবহতা ফুটে উঠল তার কন্ঠে, ‘এমন হারের কষ্টটা তো বলে বুঝানো যাবে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিলাম ম্যাচটা শেষ করে আসার; কিন্তু অল্পের জন্য হলনা।’

নিজেদের ব্যাটিং নিয়ে শামীম বলেন,‘আমার লক্ষ্য ছিল আমি ম্যাচটা শেষ করে আসব। আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আমাদের ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই করেছে, কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারেনি। আমাদের বেশ কিছু জায়গায় ঘাটতি ছিল। সামনে এগুলো নিয়ে কাজ করতে হবে।’

অনূর্ধ্ব-১৯ দলটি একেবারেই নতুন। যুব এশিয়া কাপের স্কোয়াডের ১৫ ক্রিকেটারের ১৩ জনের অভিষেক হয়েছে এ টুর্নামেন্টে। শামীম হোসেনও অভিষিক্তের তালিকায়। নিজেদের হারকে তাইতো খুব বড় করে দেখতে চাইছেন না মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘এবারের অনূর্ধ্ব-১৯ দলটি নতুন। সামনে আমাদের যেসব টুর্নামেন্টগুলো হবে, আমরা চেষ্টা করব এই ছোট ছোট ভুলগুলো যেন পুনরায় না হয়। আজ আমাদের কোনো মানসিক চাপ ছিল না। তবে আমরা ছোট ছোট ভুল করেছি। সেক্ষেত্রে এ টুর্নামেন্ট থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।

অন্যরকম