খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮: > শোন আর কখনো যোগাযোগ করবি না… একদম না… কোন অজুহাত খুঁজবি না আমাকে এইটা সেইটা জানানোর…
কোন অজুহাতে ছবি পাঠাবি না… খবরদার বলে দিলাম কিন্তু… আমি জানি তুই তাই করবি…
>একটা কথা শোন…
>কি ………
>আমার না খুব জ্বর …… মাথা তুলতে পারছি না… বুকেও একটা চিন চিনে ব্যাথা আছে…
> কি বলিস…? জ্বর হইছে তো কি হইছে…? আমার কাছে কি…?
ডাক্তার দেখাতে পারিস না ফকিরটা…? তোর বাপ মা দেখে না তোকে… ?
>আরে দেখে তো… থাম তুই…
>কেন থামবো কেন…? আর আমাকে বলতে তোকে কে বলছিলো…? খুব বেশি জ্বর ?
আর বুকে ব্যাথা কেন? দুনিয়ার গু- গোবর খাস… ভাল হইছে… মর এখন… ব্যাথা কি খুব বেশি…?
> তুই বুকে এসে দেখ… ব্যাথাটার নাম কি জানিস…?
>লবালছা বকিস কেন…? আমি বুকে যাবো কেন…? আর ব্যথার আবার নাম কি…?
দেখ মেজাজ খারাপ করাবি না কইলাম… আমারে তোর বুকে যাইতে বললি কেন…?
>হু তোকেই বলছি… এসে দেখ…
> না যাবো না…
> এসে দেখ… রে গাধী… দেখ এসে ব্যাথাটার নাম “তুই তুই ব্যাথা” … তুই আমাকে বুঝিস না কেন…?
>তোকে বোঝার কি আছে আর…? তোর এপিঠ-ওপিঠ পইড়া ফেলছি আমি…
> আচ্ছা বাবা… ভালো করছিস… এখন বুকে আয়… আর শোন আসার আগে শর্ত শর্ত খেলাটা খেলতে হবে কিন্তু…?
>মানে কি…?
>মানে হলো- ঠিক আগের মতই আমি তোর গালে গাল ছুঁয়ে ঘুম থেকে জেগে উঠতে চাই…
রাতে বাচ্চিদের মত তোকে বুকে আগলে নিয়ে ঘুমাতে চাই… বল রাজি… ?
> আহা… কত্ত শখ… আর দুপুর/ বিকেল/ সন্ধ্যার কি হবে…?
>ওরে পাগলী… দুপুরে তোর মজাদার আচার/ চাটনির সাথী হতে চাই… তবে সেটা মেসেজে মেসেজে খেলায়…
বিকেলে তোর সাথে ছাদে হাঁটতে চাই আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে … সন্ধ্যায় এক কাপ চায়ে হুড়োহুড়ি করতে চাই…
সব-ই অই কল্পনা কল্পনা খেলায়…জানিস -ই তো কেন…? শুধু সকাল আর রাতটা তোকে একান্তে চাই… পুরোটাই চাই…
>অই তুই তো পুরাই ধান্দাবাজীতে ওস্তাদ রে…
>হু এখন রাজী হয়ে যা ওস্তাদনী…
>এভাবে বলিস কেন… জানিস না কষ্ট হয়…
>চুপ কর… তুই কষ্টের কথা বলিস কেন…? ছেড়ে যাওয়ার কথা বলিস কেন…?
জানিস না তখন আমার তোকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে…?
>হু তুই চুপ কর… কে মানা করেছে তোকে… ? শুনি…?
>ভালোবাসি রে বিল্লিটা ভালোবাসি…
>ভালোবাসি বিলুইটা…….আর….. মিউউউউউউ ………