Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার , ০৫ অক্টোবর ২০১৮:  মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা গণসংযোগ প্রচার-প্রচারণা ও ভোটপ্রার্থনায় ব্যস্থহয়ে পড়েছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর লবিং-তদবির। সরগরম হয়ে উঠেছে নরসিংদী-২ পলাশ আসনের নির্বাচনী মাঠ।

নরসিংদী-২ পলাশ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের এমপি পরিবারের একক আধিপত্য বিস্তারে কোণঠাসা বিএনপি ও আওয়ামীলীগের ত্যাগী নেতা-কমীরা।২০১৪ সালের নির্বাচনে এ আসনে মহাজোট থেকে মনোনয়ন পান জাসদের জায়েদুল কবির। 

নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও ডা.আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ তার ভাই কামরুলল আশরাফ খাঁন পোটনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করান এবং আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার বিরোধিতা করে পোটনকে বিজয়ী করান।

অভিযোগ রয়েছে, ২০০৮-২০১৮ সাল পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামীলীগের ১০ বছরের শাসন আমলে নরসিংদী-২পলাশ আসনে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা-মামলা ,বাড়ি-ঘর ভাংচুর জমি দখল ,শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন সহ অবৈধ গ্যাস সংযোগের রিপোর্ট করতে গেলে ছাএলীগ নেতার নির্দেশে সাংবাদিকদের উপর ভয়াবহ হামলার ঘটনাও ঘটেছে।

বিএনপিঃবিএনপিনেতা-কর্মীসূত্রে জানা যায়ন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) নরসিংদী-২ পলাশ আসনে বিজয়ী হন তারপর থেকেই শুরু হয় বিরোধী দল বিএনপি ও আওয়ামীলীগের ত্যাগী নেতা-কমীদের উপর নির্যাতন ।২০১৩ সালে পলাশ বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান এর জনসভায় গুলি।পুলিশ দিয়ে হয়রানী সহ মামলা-হামলার ঘটনা ও ঘটেছে ।পলাশ উপজেলায় আওয়ামীলীগের একক আধিপত্যের ফলে কোন ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ করতে পারে না বিএনপি।

নরসিংদী-২ পলাশ থানা বিএনপির সাধারন সম্পাদক প্রফেসর মোঃ সাইফুল হক বলেন, পলাশ হচ্ছে বিএনপির ভোট ব্যাংক । ড.আব্দুল মঈন খান এর নেতৃত্বে আমাদের সাংগঠনিক অবস্থা অনেক ভাল কিন্তুু আওয়ামীলীগ সরকারের শাসন আমলে পলাশে আমরা কোন ধরনের সভা-সমাবেশ করতে পারি না ।

হামলা-মামলা ও নির্যাতন করে দাবিয়ে রাখা হচ্ছে আমাদের নেতা-কর্মীদের । দেশে যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে পলাশে বিএনপির জয় সুনিশ্চিত । ড.আব্দুল মঈন খান এ আসনে বিএনপির একমাএ প্রার্থী ।এই আসনে বিএনপি থেকে মনোনয়ন অনেকটা নিশ্চিত হিসেবে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই আসনে তার বিকল্প কোন প্রার্থী নেই বললেই চলে।

আওয়ামীলীগঃ আওয়াশীলীগের এর ত্যাগী নেতা-কর্মী সূত্রে যানা যায় ২০১৪ সালের ৫ই জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন মহাজোটের শরীক দল জাসদের সাংগঠনিক সম্পাদক জায়েদুল কবির।কিন্ত নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) ও তার ছোট ভাই বর্তমান সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন পলাশ উপজেলা আওয়ামীলীগে তৈরী করেন তাদের একক আধিপত্য যার ফলে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনে তারা নৌকা প্রতীক এর বিপক্ষে তার ছোট ভাই সতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন কে বিজয়ী করেন । 

নরসিংদী -২ পলাশ আসনের বর্তমান সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাই সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপকে নিজের আসন ছেড়ে দিচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। তবে আওয়ামীলীগের টিকিট পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর লবিং ও পাশাপাশি গণসংযোগচালিয়ে যাচ্ছেন ঘোড়াশাল জমিদারবাড়ির সন্তান দৈনিক সংবাদের সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলতামাশ কবির(মিশু)।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগ অব্যাহত রেখেছেন আলতামাশ কবির এলাকার সবস্তরের মানুষের কাছে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তিনি মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর লবিং।

অপরদিকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে প্রেসিডিয়াম সদস্য আজম খান ও কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন গণসংযোগ করছেন। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংগঠনিক সম্পাদক জায়েদুল কবির ও এ আসনে মনোনয়নপ্রত্যাশী । 

পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ডা.আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) বলেন, আজ থেকে দশ বার বছর আগে পলাশে আওয়ামীলীগের অবস্থান ছিল তৃতীয় সেই অবস্থা থেকে আজ আমরা প্রথম অবস্থানে রয়েছি । আমরা তাদের (বিএনপি)কে বাধা দেই না কিন্তুু তাদের করার মত সাংগঠনিক অবস্থা নাই ।২০০১ সালের জাতীয় নির্বাচনের পর পলাশে এক রাত্রে আমাদের আওয়ামীলীগের ২৩টি কার্য্যালয় পুড়িয়ে দিয়েছিল বিএনপি । 

নরসিংদী -২ পলাশ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) ,দৈনিক সংবাদের সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলতামাশ কবির(মিশু)। মহাজোট থেকে শরীক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান ও কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন ,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংগঠনিক সম্পাদক জায়েদুল কবির মনোনয়ন প্রত্যাশী ।