Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার , ০৫ অক্টোবর ২০১৮: বিদেশে আকামা (ওয়ার্ক পারমিট) না থাকায় কর্মহীন হয়ে পড়া ১৪৪ জন শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করেছে সৌদি আরব। বুধবার দুপুর ২টায় সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তারা।

বিমানবন্দরের অভ্যন্তরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রবাসী কল্যাণ ডেস্ক ফেরত আসা শ্রমিকদের অভিযোগ শুনছে এবং সহযোগিতা করছে। মূলত আকামা না থাকায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা শ্রমিকদের অভিযোগ, সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। তারা ছাড়াও হাজার হাজার বাংলাদেশি পুশব্যাকের তালিকায় রয়েছে। এক বছরের আকামা নবায়নের অর্থ তারা দেড় বছর কাজ করেও যোগাতে পারেননি। নিরুপায় হয়ে মানবেতর জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। অন্য কাগজপত্র ঠিক থাকলেও ধরে পাঠিয়ে দেয়া হচ্ছে।

ভুক্তভোগী কবির হোসেন জানান, তার আকামার মেয়াদ আরেও তিন মাস ছিল। তবে পুলিশ তাকে রাস্তা থেকে তুলে নিয়ে দেশে ফেরত পাঠিয়েছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা তানভির হোসেন জানান, ফেরত আসা অনেকের অভিযোগ করেছেন, কর্মস্থলে যাওয়ার সময় রাস্তাঘাট থেকে ধরে ডিটেনশন ক্যাম্প জেলে পাঠানো হয়। পরে সেখানে দুই-তিন মাস ‘নির্যাতন’ শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে।