খোলা বাজার ২৪,শুক্রবার , ০৫ অক্টোবর ২০১৮: পুলিশ প্রধানদের সম্মেলনে (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশ-আইএসিপি) যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আইএসিপির বার্ষিক সম্মেলনটি আগামী ৬-৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টার্স বিষয়টি জানায়।
সম্মেলনে যোগ দিতে পুলিশের আরও দুই সদস্য আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন। তারা হলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিবেন। সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া, আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় স্থান পাবে।