খোলা বাজার ২৪,শুক্রবার , ০৫ অক্টোবর ২০১৮: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে আরও অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, যুবদল নেতা সোহেল, ছাত্রদল নেতা শিপন, সাইফুল, মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমিসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।