Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার ২৪,শনিবার , ০৬ অক্টোবর ২০১৮: শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, বিভিন্ন টার্মিনালে অবৈধ চাঁদা আদায় বন্ধ করাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

দাবি আদায় না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে পরিবহন ধর্মঘট হুঁশিয়ারি দিয়েছেন তারা।  জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তারা এই হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করা হলে ৩১ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায় করার জন্য আন্দোলন করে আসছে কিন্তু শ্রমিক নেতারা দীর্ঘ ৪৭ বছরেও পরিবহন শ্রমিকদের একটি দাবিও বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে নাই। অথচ পরিবহন শ্রমিকদের ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে শ্রমিক নেতার।

প্রতিকী অনশনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী, সহ-সভাপতি আমিরুল ইসলাম,যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন, আর এ জামান প্রমুখ।