Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শনিবার , ০৬ অক্টোবর ২০১৮:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের মধ্যে মানবতা ও মানবিকতা এর কোনটি নেই। ৭৩ বছরের বৃদ্ধ দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারে মারার জন্য চেষ্টা করেছিল এতদিন। তা না হলে আজ আদালতের নির্দেশে কেন চিকিৎসা করানো হচ্ছে?

নজরুল ইসলাম খান বলেন, সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করেছে। এটি খালেদা জিয়ার প্রতি সরকারের প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তিনি উল্লেখ করেন, আদালত বিশ্বাস করে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাই ইচ্ছানুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তাঁর  চিকিৎসা করানো দরকার। কিন্তু সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দীর্ঘদিন তালবাহানা করেছে।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ড্যাবের পরিচালিত হাসপাতাল গণস্বাস্থ্যকে হস্তান্তর শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান এক প্রশ্নের জবাবে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ইদানিং অনেক কথাই বলেন। জনগণকে হাসানোর জন্য এসব কথা বলেন। তাঁর কথা শুনে জনগণ মজা পায়। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনে এখন ভয় ঢুকে গেছে। বিএনপি ক্ষমতায় এলে না জানি তাদের ওপর কী হয়। হয়তো তারা এমন বড় ধরনের অপরাধ করে ফেলেছে। যার কারণে তাদের মনে ভয় ঢুকে পড়েছে। বিএনপি নাশকতা কিংবা হত্যার রাজনীতি করতে বিশ্বাসী  নয়।

ড্যাবের হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমসহ আরো অনেকে।