Wed. Aug 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,রবিবার , ০৭ অক্টোবর ২০১৮: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। আসন্ন এ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনসহ ৫ দফা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ রোববার (৭ অক্টোবর) মানববন্ধন করবে জাতীয় ঐক্যপ্রক্রিয়া।

জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও যুক্তফ্রন্টের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। বিকেল ৪টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি পালিত হবে।

এই মানববন্ধন সফল করতে ঐক্যপ্রক্রিয়া ও গণফোরামের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (৬ অক্টোবর) বৈঠক ও প্রচারপত্র বিলি করেন নেতারা। এদিন বিকেলে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর এলিফ্যান্ট রোডের কার্যালয়ে ঐক্যপ্রক্রিয়ার নেতারা বৈঠক করেন।

এ বৈঠকে উপস্থিত ছিলেন, ঐক্যপ্রক্রিয়ার অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমিন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। উক্ত বৈঠকে বিএনপি ও যুক্তফ্রন্টের নেতাদের মানববন্ধনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।

এছাড়া গণফোরামের আরামবাগের কার্যালয়ে বৈঠক করেন ঢাকা মহানগরের নেতারা।

এদিকে, শনিবার (৬ অক্টোবর) দুপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। ওইদিন সন্ধ্যায়ই তার বেইলি রোডের বাসায় নেতারা মানববন্ধনকে সামনে রেখে বৈঠক করেন।

ঐক্যপ্রক্রিয়ার নেতারা জানিয়েছেন, পাঁচ দফার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকের মানববন্ধন। আলাপ-আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, জাতীয় ঐক্যপ্রক্রিয়া গত ২২ সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করে। ওই অনুষ্ঠানে বিএনপি ও যুক্তফ্রন্টের নেতারা অংশ নেন। ওই অনুষ্ঠান থেকে ৫ দফা দাবি তুলে ধরে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দেয়া হয়। আর গত ৩০ সেপ্টেম্বর তাদের আলটিমেটামের সময় শেষ হয়। দাবি না মানলে অক্টোবর থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতারা। এর অংশ হিসেবে আজকের কর্মসূচি পালিত হচ্ছে।

মানববন্ধন সফল করতে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় শনিবার লিফলেট বিলি করেন গণফোরাম ও ঐক্যপ্রক্রিয়ার নেতাকর্মীরা।