Wed. Aug 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,রবিবার , ০৭ অক্টোবর ২০১৮:  চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে তিনটার পর নাজিম উদ্দীন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুলিশের একটি সাদা কারে করে আনা হয়। পরে হুইল চেয়ারে করে তাকে কেবিনে নেয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার জন্য কেবিন ব্লকের ৬১২ নম্বর কক্ষ বরাদ্দ করা হয়েছে। এছাড়া পাশের একটি কেবিন বেগম খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীদের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হবে এমন খবরে সকাল থেকে প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। ভবনের বাইরে বিএনপি চেয়ারপারসনের জন্য হুইল চেয়ার নিয়ে অপেক্ষমান ছিলেন হাসপাতালের কর্মচারীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো এলাকায়। রোগীর আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে।

বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে বিএসএমএমইউতে।