Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,রবিবার , ০৭ অক্টোবর ২০১৮:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যের নেতারা। 

যুক্তফ্রন্টের শীর্ষ নেতা অধ‌্যাপক ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, বিএনপির তিন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকর সভাপতি সুব্রত চৌধুরী, মোস্তফা আমীন প্রমুখ বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

বৈঠকের সত্যতা স্বীকার করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, জাতীয় ঐক্যকে তরান্বিত করতেই এই বৈঠক। আশা করি, এই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরো এক ধাপ এগুবে।