Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪ সোমবার ,০৮ অক্টোবর ২০১৮:  আওয়াল হোসেন,বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়া উপজেলার মধ্য মলুহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে বিদায় হজ্বের বানী সম্বলিত শিলালিপী ও প্রধান শিক্ষকের কাছে আব্রাহাম লিঙ্কনের লেখা চিঠি সম্বলিত একটি বোর্ড। গতকাল সোমবার সকালে এর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাই। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ব্যবসায়ী আব্দুল হাই ’র অর্থায়নে ম্যানেজিং কমিটির সভাপতি মো.ওবায়দুল্লাহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খানম বিদ্যালয়টিকে অপরূপ সাঁজে সজিয়েছেন। সর্বশেষে স্থাপন করেন বিদায় হজ্বের বানী ও আব্রাহাম লিঙ্কনের চিঠি। এ উপলক্ষে অভিভাবক ও সুধি সমাজের সঙ্গে মত বিনিময় করেন আলহাজ্ব আব্দুল হাই। বিদ্যালয়ের সভাপতি মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লবনসরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ ইন্সপেক্টর মো. আবুল খায়ের, মলুহার ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সাংবাদিক মো. নজরুল ইসলাম, একেএম মোস্তফা কামাল নয়ঙ্গীর, প্রভাষক আক্তারুজ্জামান বিপ্লব, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবুর রহমান বাবুল, সহসভাপতি মো. মোস্তফা কামাল, প্রধান শিক্ষক নাসিমা খানম, আল মামুন (স্পেন মামুন) প্রমুখ।