খোলাবাজার২৪,মঙ্গলবার০৯অক্টোবর২০১৮ঃসম্প্রতি যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির 20তম সভা 116, গুলশান এভিনিউ, ঢাকাতে অনুষ্ঠিত হয়। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভরসা-এর সভাপতিত্বেঅনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ রবিন রাজন সাখাওয়াত, মোঃ বেলাল হোসেন ও মোঃ মাহমুদুল হক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সফিকুল আলমসহ উপ-ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, রিস্ক ম্যানেজমেন্ট ও স্ট্রেস টেস্টিং প্রতিবেদন এবং প্রধান ঝুঁকিসমূহ ও ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পন্থা/পদ্ধতির বিষয়েআলোচনা করা হয় ।