খোলাবাজার২৪,মঙ্গলবার০৯অক্টোবর২০১৮ঃ (মো.রাসেল মিয়া নরসিংদীপ্রতিনিধি): নরসিংদীর শিবপুরে সংঘবদ্ধ ডাকাতের হামলায় এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রীর নাম মোসাঃ ফাতেমা আক্তার বৃষ্টি (১৫)। এ সময় আরো আহত হয় ২ জন আহতরা হলেন মোসা: রাজিয়া বেগম (৫৫) ও মো. রায়হান(১৮)। বড় ভাই রায়হান জানান, আমাকে বাঁচাতে গিয়ে ডাকাতের ছুড়িকাঘাতে প্রাণগেল আমার ছোট বোন বৃষ্টির। ডাকাতের ছুড়িকাধাতে ও দাড়ালো অস্ত্রের কোপে গুরতর আহত হয়ে মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল রাতে নরসিংদীর শিবপুরের ইটাখোলা গাজী বাড়িতে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানায়,নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।খবর পেয়ে সকালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা জনপ্রতিনিধি ও শিবপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনাস্থলে ছুটে যান। আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ডাকাতদের ধরার জন্য পুলিশ অভিযানে নেমেছে। নিহত বৃষ্টি শাষপুর কারিগরি পলিটেকনিকের নবম শ্রেনীর ছাত্রী । জানা গেছে, ডাকাত দলে প্রায় ২০ জন সদস্য ছিল এবং ডাকাতি করতে গিয়ে এ সময় ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতদল