Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,মঙ্গলবার০৯অক্টোবর২০১৮ঃ  সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডে নির্বাচনী কর্মী সভায় বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে বর্তমান সরকারদলীয় এমপি শামীম ওসমান বলেছেন, আমি সিংহ পুরুষ না। আমার জন্ম পশুর পেটে না। আমি মানুষের পেট থেকে জন্ম নিয়েছি। আপনি পশুর পেটে জন্ম নিয়েছেন তাই আপনি সিংহ পুরুষ।

শামীম ওসমানকে নিয়ে গিয়াস উদ্দিনের একটি মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডে নির্বাচনী কর্মী সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘গিয়াস উদ্দিন সাহেব আপনি আমাকে কাপুরুষ বলেছেন। হ্যাঁ, আমি কাপুরুষ। আপনারা ক্ষমতায় থাকতে আমার লোকদের নির্যাতন করেছেন। হত্যা করেছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আমার বড় ভাই সেলিম ওসমানের ফ্যাক্টরিতে ভাঙচুর করেছেন। তার খামারের ৩ শতাধিক গরুর দুধের বান ব্লেড দিয়ে পুঁছিয়ে কেটে দিয়েছেন। আমি ক্ষমতায় আসার পরে আপনাদের সেই সব হামলার প্রতিশোধ নেই নাই। তাই আমি কাপুরুষ।

শামীম ওসমান আরও বলেন, ‘এসব বাদ দেন। আসেন এবার উন্নয়নের বিষয়ে কথা বলি। আপনি ক্ষমতায় থাকার সময় কত টাকার উন্নয়ন করেছেন। আসেন আলোচনা করি। হিসাব দেন। আমিও দিবো। নারায়ণগঞ্জের চাষাড়া-সাইনবোর্ড লিংক রোড আমি করেছি ৯৬ সালে ক্ষমতায় আসার পরে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আমি করেছি। নারায়ণগঞ্জে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ আমার ক্ষমতার সময় হয়েছে। গ্যাসের সংযোগ নারায়ণগঞ্জে আমি এনেছি। নারায়ণগঞ্জকে অভিশাপ থেকে মুক্ত করেছি পতিতালয় উচ্ছেদ করে এবং তাদের পুনর্বাসন করেছি। আপনি বলেন আপনি কোন কাজটি করেছেন। সাহস থাকলে সামনা সামনি এসে কথা বলেন। লুকিয়ে থেকে ফাঁকা বুলি আউড়ায়েন না।

নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।