Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ব্যাংক’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি (৬ অক্টোবর ২০১৮ শনিবার) অনুষ্ঠিত হয়। উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 

এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আনিসুল ইসলাম মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং নির্ধারিত শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালা উদ্বোধনকালে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম বলেন, ব্যাংকের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানবসম্পদ ব্যবস্থাপনার কোন বিকল্প নেই। এক্ষেত্রে বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মূলত তাদের মাধ্যমেই ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ সৎ ও দক্ষ জনশক্তিতে পরিণত হন। বৈশ্বিক বাণিজ্য ও শিল্পায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তিনি উপস্থিত নির্বাহীগণকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ছড়িয়ে দেয়ার নির্দেশ দেন।