খোলা বাজার ২৪,বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮ঃ শাহবাগে কোটা বহালের দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে প্রতিবন্ধীরা। এতে শাহবাগ এলাকার যানচলাচলের উপর নিয়ন্ত্রন করে পুলিশ। এতে দুর্ভোগে পরে এসব এলাকা দিয়ে চলাচল করা বাসিন্দারা।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিলো।
পরে, বেলা ১ টার দিকে ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানি এসে তাদের আন্দোলনে সমর্থনের কথা জানান।
আন্দোলনকারীরা বলেন, সংবিধানে পিছিয়ে পরাদের এগিয়ে নেয়ার কথা রয়েছে। সুতরাং আমরা এ প্রজ্ঞাপন মানিনা। সংবিধানের আলোকে কোটা বহাল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।