খোলা বাজার ২৪, শনিবার ১৩ অক্টোবর ২০১৮ঃ বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের বৈঠক আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়, জাতীয় ঐক্য প্রক্রিয়াসহ সার্বিক বিষয়ে পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক ডাকা হয়েছে।
২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেখোলা বাজার ২৪ কে জানান, বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।