খোলা বাজার ২৪, শনিবার ১৩ অক্টোবর ২০১৮ঃ আওয়াল হোসেন,বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় করেছেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাওলাদ হোসেন সানা, ওসি মো. খলিলুর রহমান, ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা অয়ন সাহা, পৌর আওয়ামীলীগের সম্পাদক মো. শহীদুল ইসলাম, পূজা পরিষদের সভাপতি দেবাশীস দাস, সম্পাদক গৌতম সমদ্দার প্রমুখ।
এর আগে সংসদ সদস্যের নেতৃত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ,পূজা পরিষদের নেতৃন্দের কাছে ৫৬ টি মন্ডপের জন্য সরকারী বরাদ্ধপত্র হস্তান্তর করেন।
এসময় প্রতিটি সার্বজনীন মন্ডপের জন্য নিজ তহবীল থেকে ২ হাজার টাকা করে অনুদানের ঘোষনা দেন। সব শেষে জেলেদের মাঝে ত্রানের চাল বিতরন করা হয়।