Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার ২৪, শনিবার  ১৩ অক্টোবর ২০১৮ঃ ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যে যোগ দেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশে গণতান্ত্রিক আন্দোলনের নব সূচনার দিন। জাতীয় ঐক্য ফ্রন্ট গণমানুষের ফ্রন্ট। 

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে নতুন রাজনৈতিক ফ্রন্ট জাতীয় ঐক্যের ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, বাঙালি জাতি একাত্তর সালে লাখ লাখ জীবন উৎসর্গ করেছে কিন্তু এই জাতি আজ নির্যাতিত। আওয়ামী লীগের হাতে গণতন্ত্র বারবার হোচট খেয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা এখন স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের। জনগণের অধিকার আদায় তথা গণতান্ত্রিক অধিকার আদায় করে ঘরে ফিরবো। 

এ সময় তিনি খালদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান।

এর আগে জাতীয় ঐক্য ফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নতুন এই জোটের ঘোষণা পত্র পাঠ করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।