Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪, সোমবার,  ১৫ অক্টোবর ২০১৮ঃ  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে বিএমডব্লিউ গাড়ি দেয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকমাস আগে রবিবার তাকে এই বিলাসবহুল গাড়ি দেয়া হলো।

ঢাকা মেট্রো ভ-১১-১৯৬৬ নম্বর প্লেটের গাড়িটি সিইসির কাছে হস্তান্তর করেন সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পরিবহন পুল থেকে প্রধান নির্বাচন কমিশনারের ব্যবহারের জন্য একটি বিএমডব্লিউ গাড়ি পাঠানো হয়। পরিবহন কমিশনার গাড়িটি হস্তান্তর করেন।

সূত্র জানায়, সিইসির বর্তমানে একটি জিপ ও একটি প্রাইভেটকার রয়েছে। দুটি সরকারি গাড়ি থাকার পরও গত বছর নতুন একটি গাড়ি চান সিইসি। তাই তাকে এই বিলাসবহুল গাড়িটি দেয়া হলো।