খোলা বাজার ২৪,মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮ঃ সাউথইষ্ট ব্যাংক লিমিটেড এবং রিজেন্ট এয়ারওয়েজ এর মাঝে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সাউথইষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগন রিজেন্ট এয়ারওয়েজ এ সর্বোচ্চ ০৬ মাসের সুদবিহীন কিস্তি সুবিধা পাবেন।
এম কামাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড এবং সোহেইল মজিদ, পরিচালক, মার্কেটি এন্ড সেলস, রিজেন্ট এয়ারওয়েজ কে চুক্তিপত্র বিনিময় করতে দেখা যাচ্ছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।